মোবাইলের মোস্ট সিক্রেট টিপস অবশ্যই জানুন (Mobile most secret tips must know).


বাচ্চারা মোবাইল ব্যবহার করার সময় অ্যাডাল্ট জিনিস না আসে তা বন্ধ করবেন কি করে?

অনেক সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে বা পড়াশুনো এর ক্ষেত্রে মোবাইল ব্যবহার করে থাকে, আজকার সময় কিন্তু মোবাইল ঘাঁটার সময় অনেক অ্যাডাল্ট ভিডিও চলে আসে. আমরা চাইলে ওই অ্যাডাল্ট এডস গুলো এড়িয়ে চলতে পারি, যাতে বাচ্চারা মোবাইল ঘাঁটার সময় অ্যাডাল্ট কনটেন্ট না আসে. 

আপনি কি এইসব অ্যাডাল্ট কন্টেন্ট কি ভাবে বন্ধ করা যায়, চলুন জেনে নেই:

প্রথমে গুগল ক্রোম ওপেন করার পর তিনটে ডট চিহ্ন আছে ওটা ক্লিক করে  দেখতে পাবেন সেটিং অপশন, সেই অপশনটিকে ক্লিক করে ফেলুন। প্রাইভেসি এন্ড পলিসি অপশনটি ক্লিক করে নিন, তারপর দেখতে পাবেন used secure DNS -এ করার পর দুটো অপশন দেখাবে সিলেক্ট করে নিন choose another provider এর মধ্যে ড্রপডাউন ক্লিক করে CleanBrowsing(Family Filter) সিলেক্ট করে নিন. 


এরপর থেকে বাচ্চারা মোবাইল ব্যবহার করলে কোনোরকম অ্যাডাল্ট জিনিস আসবে না.  


কেউ যদি কল করে তার নাম ভয়েস এর মাধ্যমে বলে দেবে কে কল করেছে কি করে করবেন জেনে নেই? 

হটাৎ যদি কেউ কল করে মোবাইলের পাশে না থাকলেও আপনি জেনে নিতে পারবেন ভয়েস এর মাধ্যমে তা করে জেনে নেই চলুন: 

Dial pad - এ  গিয়ে থ্রী ডট- এ ক্লিক করে Caller ID announcement -এ ক্লিক করুন এবং Announce caller ID -Always করে দিন. এর পর থেকে কেউ কল করলে ওর নাম ভয়েস এর মাধ্যমে বলে দেবে কে কল করেছে।  


আপনার মোবাইলে অন্য কেউ হাত দিলে তা অটোমেটিক লক হয়ে যাবে, কি ভাবে হবে তা জেনে নিন?


আপনার মোবাইল আপনি ছাড়া অন্য কেউ হাত দিলে তা অটোমেটিক লক হয়ে যাবে, অন্য কেউ থার্ড পারসন হাত দিতে পারবে না, চলুন জেনে নেই: 

মোবাইলের সেটিং -এ যাবেন সেখানে গুগল অপশন-এ ক্লিক করবেন, All service এ ক্লিক করবেন Theft Protection বলে একটি অপশন পেয়ে যাবে, তাতে ক্লিক করার পর Theft detection Lock -এবং offline Device Lock -এই দুটি অপশন অন করে নিন.

 এর পর থেকে অন্য কোনো ব্যক্তি হাত দিলেই লক হয়ে যাবে। 


আপনার মোবাইলের সমস্ত ADS বন্ধ করে দিতে পারবেন এক নিমেষে চলুন দেখে নেই। 


আপনার মোবাইল ব্যবহার করা অবস্থায় অনেকরকম এডস দেখায়, এইসব এডস গুলির জন্য আপনি বিরক্তি অনুভব করেন। কিন্তু এডসগুলি একনিমেষে বন্ধ করে দিতে পারবেন।

প্রথমে ম্যানেজ ইওর গুগল একাউন্ট 👉 ডাটা এন্ড প্রাইভেসি 👉মাই এডস সেন্টার - অন করা থাকলে সেটা অফ করে দিন. 

দ্বিতীয় সেটিং 👉 অল সার্ভিস 👉 এডস 👉 ডিলিট এডভার্টাইসিং আইডি অফশন -এ গিয়ে ডিলিট এডভার্টাইসিং আইডি বট্টন দেয়া ক্লিক করে দিন.


এরপর থেকে কোনোরকম এডস শো করবে না.  


২টি গুরুত্বপূর্ণ সেটিং যা ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত চলবে, কি সেই সেটিং চলুন জেনে নেই। 

মোবাইলের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাইতো, এই জন্য ব্যাটারি বেশি দিন থাকে না। এমন কয়েকটি সেটিং আছে যা আপনি আপনার মোবাইলে সেটিং করে ফেললে আপনার মোবাইলে ব্যাটারি দীর্ঘ সময়ব্যাপী চলবে। মোবাইল দ্রুত খারাপ হয়ে না. চলুন দেখে নেই : 

ডিসপ্লে:

ডিসপ্লেতে এমন ২টি সেটিং আছে যা ব্যাটারির চার্জ কম খায়, মোবাইল দীর্ঘ সময় পর্যন্ত চলে আপনি কি জানেন সেই গুরুত্ব পূর্ণ সেটিং কি কি, চলুন জেনে নেই.

প্রথমে সেটিং : মোবাইলের সেটিংস 👉 ডিসপ্লে এন্ড ব্রাইটনেস 👉স্ক্রিন রিফ্রেশ রেট (৬০ হজ ).

দ্বিতীয়ত সেটিং : ডার্ক থিম অন করে নিন  


এরপর থেকে মোবাইল ব্যাটারি দীর্ঘ সময় ধরে চলবে। 


আপনার মোবাইলের এপ্লিকেশন গুলি লুকিয়ে ফেলুন কিন্তু কি ভাবে ?

যদি আপনি চান আপনার মোবাইলের সিক্রেট এপ্লিকেশন লুকিয়ে ফেলতে যাতে সেই অপ্প্লিকেশনটি সহজে খুজে না পায়. কিন্তু কিভাবে করবেন তা কি জানা আছে চলুন দেখে নেই কি সেই প্রক্রিয়া যা আমরা এপ্লিকশনটিকে লুকিয়ে ফেলতে পারি, চলুন দেখে নেই-

সেটিং 👉 প্রাইভেসি 👉 এপ হিড্ডিং ক্লিক করুন 👉 সমস্ত এপ্লিকেশন দেখাবে, যে এপ্লিকেশনটি লুকিয়ে ফেলতে চান ওই এপ্লিকেশন টি সিলেক্ট করে অন করে দিন.


দেখবেন যে এপ্লিকেশন টি অন করেছেন ওটা হাইড হয়ে গেছে। কেউ আর ওই এপ্লিকেশন টি খুঁজে বের করতে পাবেন না।  


পুরানো ডকুমেন্ট AI এর মাধ্যমে কিভাবে নতুন করে তুলবেন?

আপনার যদি পুরানো কোনো ডকুমেন্ট থাকে রং চোটে গেছে লেখা গুলো অস্পষ্ট কিন্তু আপনি ওই পুরানো ডকুমেন্ট টাকে নতুন করে তুলতে চান, কিন্তু কিভাবে চলুন জেনে নেই- 


প্রথমে ডকুমেন্ট টার একটা মোবাইলে ছবি তুলে নিন, তারপর গুগল জেমিনি ওপেন করে ওই ডকুমেন্ট আপলোড করে দিন এবং সঙ্গে একটা প্রমন্ট লিখে নিন (This is my old document please clean it like new document). এই প্রোমট টার লেখার পর ৫-৬ সেকেন্ড সময় নেবে, গুগল জেমিনি এই সময় প্রোসেসিং করে নতুন ডকুমেন্ট করে তোলে। 


এই ভাবে মোবাইলের মাধ্যেমে আপনি পুরানো ডকুমেন্ট কে নতুন করে নিতে পারবেন। কোনো রকম মূল্য ছাড়াই বাড়িতে বসে।  


মোবাইলে AI এর মাধ্যমে কি ভাবে আপনার ভবিষ্যৎ দেখেবেন?

অনেকে নিজের নিজের ভবিষ্যৎ দেখার জন্য আগ্রহী হয়ে পড়েন, কিন্তু অনেক এপ্লিকেশন আছে যা ভবিষ্যৎ তো দেখে তার সঙ্গে সঙ্গে টাকাও নেয়. এবার আমরা আমাদের ভবিষ্যৎ দেখবো সম্পূর্ণ বিনামূল্যে AI মাধ্যেমে, চলুন জেনে নেই প্রক্রিয়া।

প্রথমে আপনার হাতের ছবি তুলবেন মোবাইলে, সেই ছবি আপলোড করবেন ChatGPT তে এবং তার সঙ্গে একটা ছোট্ট প্রমোট লিখে দেবেন যে "আপনি আপনার ভবিষ্যৎ দেখতে পেয়ে যাবেন ".  

৫-৬ সেকেন্ড পর আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন, কোনো রকম মূল্য ছাড়াই। 


কানের পাশে মোবাইল নিয়ে আসলে কল রিসিভ হয়ে যাবে জানেন কি ভাবে?

আমরা অনেকেই পুরানো প্যাটার্ন দেয়া কল রিসিভ করে থাকি, কিন্তু এখন আমরা যদি মোবাইলটাকে কানের কাছে নিয়ে গেলেই অটোমেটিক কল রিসিভ হয়ে যাবে, চলুন জেনে নেই সেই প্রসেস-

Additional Settings  👉 Gestures and motions 👉 Lift to ear to answer calls ( ON করে দিন )

এই সেটিংস টা অন করার পর মোবাইল কানের কাছে নিয়ে এলে অটোমেটিক কল রিসিভ হয়ে যাবে। 


মোবাইলের লোকেশন কতগুলো এপ্লিকেশন এক্সেস দিয়ে রেখেছেন কি ভাবে জানবেন?

আমরা যখন নিদির্ষ্ট একটা এপ্লিকেশন জন্য লোকেশন অন করে থাকি তার সঙ্গে সঙ্গে যতগুলো অন্য এপ্লিকেশন এ লোকেশন এক্সেস দেওয়া আছে তারাও জানতে পারে আমাদের লোকেশন। এক্ষেত্রে জানবো কি করে কোন কোন এপ্লিকেশন এ এক্সেস দেওয়া আছে, চলুন জেনে নেই-

প্রথমে লোকশন অপশনটি হোল্ড করে রাখবেন, কিছু সেকেন্ড পর নতুন প্যানেল এ দেখতে পারবেন এক্সেস দেওয়া এপ্লিকেশন গুলি। আপনি চাইলে ওই এপ্লিকেশন গুলোর লোকেশন অফ করে দিতে পারবেন।  


ডিসপ্লে টার্চ করলে মোবাইল অন হয়ে যাবে, জানেন কি ভাবে ?

আমরা সবাই মোবাইলের পাওয়ার বোতাম ক্লিক করে মোবাইল অন কিংবা অফ করে থাকি কিন্তু মোবাইলের এমন কিছু সেটিং আছে যা করলে আপনি মোবাইলের স্ক্রিন এর উপর টার্চ করলে অন হয়ে যাবে, চলুন দেখে নেই কি সেই সেটিং-

Special Function 👉 Action and gesture 👉 Tapping wake ( ON করে দেবেন )

এই সেটিং করার পর মোবাইল স্ক্রিন এ টার্চ করলেই মোবাইল অন হয়ে যাবে।


ধন্যবাদ পোস্টটি পুরোটা দেখার জন্য আমরা এইরকম টেকনোলজি পোস্ট দিয়ে থাকি। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ